প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন -

A    উচ্চতর ভাষায়

B    প্যাকেজের ভাষায় 

C    মেশিনের ভাষায়

D    এসেম্বলি ভাষায় 

Solution

Correct Answer: Option C

- মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা হলো কম্পিউটারের নিজস্ব মৌলিক ভাষা, যা শুধুমাত্র ০ এবং ১ (বাইনারি সংখ্যা) দিয়ে তৈরি।
- এই ভাষায় প্রোগ্রাম লেখা সবচেয়ে কঠিন কারণ প্রতিটি নির্দেশ বা কমান্ডের জন্য বাইনারি কোড মনে রাখতে হয়, যা মানুষের জন্য অত্যন্ত জটিল ও দুর্বোধ্য।
- এতে প্রোগ্রাম লেখার সময় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং ভুল হলে তা খুঁজে বের করা বা সংশোধন করা (Debugging) অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
- মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম সরাসরি হার্ডওয়্যার নির্ভর হওয়ায় এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যায় না।
- উচ্চতর ভাষা (High-level language) বা অ্যাসেম্বলি ভাষা মানুষের ভাষার কাছাকাছি হওয়ায় তা শেখা ও ব্যবহার করা মেশিনের ভাষার তুলনায় অনেক সহজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions