প্রোগ্রামের ভিত্তি কোনটি ?
Solution
Correct Answer: Option A
- কোডিং প্রোগ্রামের মূল অংশ। এটি প্রোগ্রামারদের নির্দেশাবলীর একটি সেট তৈরি করতে সাহায্য করে যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বলে।
- ডিবাগিং (B), প্রবাহচিত্র বা ফ্লোচার্ট (C), এবং সুডো কোড (D) প্রোগ্রাম তৈরির জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলেও, এগুলো প্রোগ্রামের ভিত্তি নয়।