উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয়-
Solution
Correct Answer: Option C
- উচ্চ স্তরের ভাষায় (High-Level Language) লেখা প্রোগ্রামকে উৎস কোড বা Source Code বলা হয়।
- কম্পিউটার সরাসরি মানুষের ভাষা বা উচ্চ স্তরের ভাষা বুঝতে পারে না, তাই এই উৎস কোডকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে অবজেক্ট কোডে রূপান্তর করতে হয়।
- মানুষের বোধগম্য এবং ইংরেজী ভাষার কাছাকাছি শব্দ ব্যবহার করে যে প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়েছে, তাকে হাই লেভেল ভাষা বা উচ্চ স্তরের ভাষা বলে।
- বর্তমানে জনপ্রিয় কিছু হাই লেভেল ভাষার উদাহরণ হলো— C, C++, Java, Python, Visual Basic, PHP ইত্যাদি।
- অন্যদিকে, সোর্স কোডকে কম্পাইল বা অনুবাদ করার পর মেশিন যে ভাষা বুঝতে পারে (মেশিন ল্যাঙ্গুয়েজ), তাকে অবজেক্ট কোড বলা হয়।