Solution
Correct Answer: Option A
ENIAC (Electronic Numerical Integrator and Computer) 1946-1959 সালের মধ্যে নির্মিত একটি কম্পিউটার।
এটি প্রথম প্রজন্মের কম্পিউটারের সকল বৈশিষ্ট্য ধারণ করত:
- ভ্যাকুয়াম টিউব ব্যবহার
- পাঞ্চকার্ড ব্যবহার
- উচ্চ তাপ উৎপাদন
- উচ্চ শব্দ উৎপাদন
ENIAC ছিল প্রথম প্রজন্মের অন্যান্য কম্পিউটার যেমন EDSAC, UNIVAC-1, MARK-1 এর সমসাময়িক।