Solution
Correct Answer: Option A
RAM এর পূর্ণরূপ হল Random Access Memory. এই মেমোরিটিতে ডেটা পড়া (Read) এবং লেখা - (Write) দুটোই করা যায়।
- যখন কম্পিউটার চালু থাকে, তখন বর্তমানে ব্যবহৃত অ্যাপ্লিকেশন এবং ডেটা এই RAM-এই জমা থাকে।
- এর ফলে প্রসেসর খুব দ্রুত সেই ডেটা অ্যাক্সেস করতে পারে।
- কম্পিউটার বন্ধ করলে বা পাওয়ার চলে গেলে RAM-এ থাকা ডেটা মুছে যায়, তাই এটিকে ভোলাটাইল (Volatile) মেমোরিও বলা হয়।