Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রতিটি সাইটের স্বতন্ত্র নাম-কে কি বলে?

A ফটোশপ

B ডোমেইন

C HTML

D SMTP

Solution

Correct Answer: Option B

- ডোমেন নেম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট আলফানিউমেরিক নাম।
- এটি এক বা একাধিক IP Address কে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় ঠিকানা ।
- এটি ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম।
- Domain মূলত চার ধরনের হয়ে থাকে তা হলো:
• TLD = Top Level Domain
• gTLD = Generic Top-Level Domain
• 0SLD = Sub-Level Domain
• ccTLD = Country Code Top Level Domain

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions