'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?

A নাটক

B উপন্যাস

C প্রবন্ধ

D কাব্য

Solution

Correct Answer: Option B

চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস।
- চতুরঙ্গ  উপন্যাসের চরিত্র - জ্যাঠামশাই, শচীশ, দামিনীর এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাসঃ
নৌকাডুবি ঃ রমেশ, কমলা, হেমনলিনী, নলিনাক্ষ;
যোগাযোগ ঃ কুমুদিনী, মধুদসন, 
দুই বোন ঃ শর্মিলা,ঊর্মিলা, শশাঙ্ক;
মালঞ্ছ ঃ নীরজা, আদিত্য, সরলা, শর্মিলা, ঊর্মিমালা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions