এসকিউএল বা স্ট্রাকচার্ড কুয়েরি ভাষা হলো ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কুয়েরি ভাষা। এসকিউএল ব্যবহার করে ডাটাবেস তৈরি, ডাটাবেসের তথ্য হালনাগাদ, নতুন তথ্য সংযোজন, তথ্য বিয়োজন ইত্যাদি করা যায়।
এটা অর্থ হল MySQL, Oracle হলে ডাটাবেজ সফটওয়্যার, এইগুলো ব্যবস্থাপনায় এই SQL ব্যাবহার করা হয়।
পৃথিবীতে Structured Query Language বা SQL শুধু একটা যেটা আবিস্কার করে আইবিএম ৭০ দশকে।