পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে ?

A উপমান কর্মধারয়

B উপমিত কর্মধারয়

C রুপক কর্মধারয়

D তৎপুরুষ

Solution

Correct Answer: Option A

উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে-
- উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়।
- উপমেয় পদের উল্লেখ থাকে না।
- এ সমাসের পদে বিশেষণ থাকে।
- উপমান পদ পূর্বে বসে।
উদাহরণ- তুষারের ন্যায় ধবল= তুষারধবল। এখানে তুষার- উপমান, এবং ধবল- সাধারণ ধর্ম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions