টপোলজির ওপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত কত প্রকার?
A ৪ প্রকার
B ৫ প্রকার
C ৭ প্রকার
D ৯ প্রকার
Solution
Correct Answer: Option B
- টপোলজির ওপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত পাঁচ প্রকার। এগুলো হলো:
- বাস টপোলজি (Bus Topology): এই টপোলজিতে একটি মূল তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। ডেটা এই মূল তারের মাধ্যমেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রবাহিত হয়।
- রিং টপোলজি (Ring Topology): এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার একটি বৃত্তাকার পথে একে অপরের সাথে যুক্ত থাকে। ডেটা একটি নির্দিষ্ট দিকে চক্রাকারে প্রবাহিত হয়।
- স্টার টপোলজি (Star Topology): এই টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সবগুলো কম্পিউটার তারের মাধ্যমে যুক্ত থাকে। সমস্ত ডেটা আদান-প্রদান এই কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমেই সম্পন্ন হয়।
- ট্রি টপোলজি (Tree Topology): এটি স্টার এবং বাস টপোলজির সমন্বয়ে গঠিত। এখানে একটি গাছের কাঠামোর মতো একাধিক স্তরের হাব বা সুইচ ব্যবহার করা হয়।
- মেশ টপোলজি (Mesh Topology): এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার সরাসরি একাধিক কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এর ফলে নেটওয়ার্কে ডেটা পরিবহনের একাধিক পথ থাকে এবং এটি অত্যন্ত নির্ভরযোগ্য।