MS Word এ কাজ করার সময় Ctrl+Home চাপ দিলে, cursor টি কোথায় যাবে?
A Document এর শুরুতে
B Document এর শেষে
C Cursor যে লাইনে আছে তার প্রথমে
D যে Sentence এ আছে তার শুরুতে
Solution
Correct Answer: Option A
- MS Word এ কাজ করার সময় Ctrl + Home কী-বোর্ড শর্টকাটটি চাপলে কার্সরটি বর্তমানে যেখানেই থাকুক না কেন, সেটি সরাসরি ডকুমেন্টের একদম শুরুতে চলে যাবে।
- ডকুমেন্টের শেষে যেতে Ctrl + End কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা হয়।
- কার্সর যে লাইনে আছে তার প্রথমে যেতে শুধু Home কী চাপতে হয়।
- MS Word এ কোনো নির্দিষ্ট সেন্টেন্সের শুরুতে যাওয়ার জন্য ডেডিকেটেড কোনো সরাসরি কী-বোর্ড শর্টকাট নেই। তবে বিভিন্ন মুভমেন্ট কমান্ড ব্যবহার করে সেখানে যাওয়া যেতে পারে।