GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।