''কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার'' -সেই ক্ষেত্রে মানুষের হাত হলো-
Solution
Correct Answer: Option C
- CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের মস্তিষ্ক, যা নির্দেশাবলী প্রক্রিয়াকরণ এবং গণনা করে। কিন্তু এটি নিজে থেকে কিছু ছাপাতে পারে না।
- UPS (Uninterruptible Power Supply) বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন থেকে কম্পিউটারকে রক্ষা করে। প্রিন্টিং প্রক্রিয়ার সাথে এর সরাসরি সম্পর্ক নেই।
- মাদার বোর্ড হলো কম্পিউটারের মূল পিসিবি (Printed Circuit Board) যা বিভিন্ন ইলেকট্রনিক উপাদানকে সংযুক্ত করে। এটিও নিজে থেকে প্রিন্ট করতে পারে না।
- প্রিন্টার হলো শারীরিক ডিভাইস যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডেটা গ্রহণ করে এবং কাগজে ছাপিয়ে তোলে। এটিই কম্পিউটারের নির্দেশাবলী অনুযায়ী প্রিন্ট করে।
সুতরাং, মানুষের হাতের সাথে প্রিন্টারের কাজের মিল রয়েছে কারণ উভয়ই নির্দেশ অনুযায়ী একটি শারীরিক কাজ সম্পাদন করে।