-->
 

সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার বাস কোনটি?

A. ইউনিভার্সাল সিরিয়াল বাস 

B. এড্রেস বাস

C. এক্সপানশন বাস

D. ফায়ারওয়্যাল বাস

Answer: Option D

Solution(By Myexaminer Team)
ফায়ারওয়্যাল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয় ।সবচেয়ে দ্রুত গতির বাস হলো ফায়ারওয়্যাল।

 ✔একে IEEE-1394 নামেও ডাকা হয়।

 ✔এর সাহায্যে প্রতি সেকেন্ডে মেগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফার করা সম্ভব।

আজ Saturday, December 28, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।

কোর্সের নাম পরীক্ষার নাম ও সিলেবাস
গণিত ও মানসিক দক্ষতা পরীক্ষা-১৫
Time and Distance, Boats and Streams.
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) পরীক্ষা-১৫১

সাধারণ বিজ্ঞান

তড়িৎঃ তড়িৎ প্রবাহ, রোধ, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তাড়িত চৌম্বক আবেশ।

ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী।
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। পরীক্ষা – ৬৪

সাধারণ জ্ঞান
পাকিস্তান রাষ্ট্রের জন্ম (আওয়ামী মুসলীম লীগ, পুর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন ১৯৫০, পুর্ব বাংলার প্রাদেশিক শাসন)।

৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) পরীক্ষা- ১০
বাংলাদেশ বিষয়াবলি
টপিক:
বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, গণ- অভ্যুত্থান ১৯৬৮-৬৯, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ,সেক্টর, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস)।
নোটঃ আমাদের প্রতিটি প্রশ্ন আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ। মনোযোগী থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে যেতে থাকুন আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে। সাফল্য আসবেই! আমাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অ্যাপ -এ পাবেন। অ্যাপ-এ প্রতিটি প্রশ্ন ও ব্যাখ্যা যদি ভালোভাবে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ যেকোন পরীক্ষায় ৭০%-৮০% কমন পাবেন। Download App PDF রুটিন