নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?

A Bing

B Google

C Yahoo

D Safari

Solution

Correct Answer: Option D

Safari সার্চ ইঞ্জিন নয়। 
 
ওয়েব সার্চ ইঞ্জিন:
- পৃথিবীর বিভিন্ন স্থানে ওয়েব পেইজ এর বিশাল ভান্ডার সংরক্ষিত আছে।
- এ সমস্ত ওয়েব পেইজে রয়েছে বিভিন্ন তথ্য ও ডেটা।
- সার্চ ইঞ্জিন এমন সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে। 
- পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google।
- অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে Yahoo, Bing, msn, Baidu, AOL, Excite, Ask, DuckDuckGo, Altavista, Lycos, Yandex, পিপীলিকা, Chorki ইত্যাদি উল্লেখযোগ্য।
 
ওয়েব ব্রাউজার:
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা web page বা www প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। 
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত web page পরিদর্শন করাকে Browsing বলে।
- নিচে কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম দেওয়া হলো: Internet Explorer, Mozilla Firefox, Opera, Google Chrome, Safari, Netscape Communicator, Edge, Brave Browser.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions