Safari সার্চ ইঞ্জিন নয়।
ওয়েব সার্চ ইঞ্জিন:
- পৃথিবীর বিভিন্ন স্থানে ওয়েব পেইজ এর বিশাল ভান্ডার সংরক্ষিত আছে।
- এ সমস্ত ওয়েব পেইজে রয়েছে বিভিন্ন তথ্য ও ডেটা।
- সার্চ ইঞ্জিন এমন সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
- পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google।
- অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে Yahoo, Bing, msn, Baidu, AOL, Excite, Ask, DuckDuckGo, Altavista, Lycos, Yandex, পিপীলিকা, Chorki ইত্যাদি উল্লেখযোগ্য।
ওয়েব ব্রাউজার:
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা web page বা www প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত web page পরিদর্শন করাকে Browsing বলে।
- নিচে কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম দেওয়া হলো: Internet Explorer, Mozilla Firefox, Opera, Google Chrome, Safari, Netscape Communicator, Edge, Brave Browser.