নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?

A RAM

B Hard Disk

C ROM

D Register

Solution

Correct Answer: Option D

- রেজিস্টার একটি কম্পিউটার মেমোরি যেটি ক্ষুদ্রতম সময়ে কোন তথ্য ও উপাত্ত গ্রহণ, ধারণ এবং প্রেরণে সক্ষম।
- অন্যদিকে, Cache memory এর কাজ হলো বারবার ব্যবহৃত মেমোরিকে হার্ড ড্রাইভে না রেখে র‌্যামে এনে রাখা।
- সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম এক্সেস করা যায় ক্যাশ মেমোরিতে।
- অন্যদিকে, রেজিস্টার হার্ডওয়্যারে এক্সেস টাইম প্রায় ন্যানোসেকেন্ড লেভেলে।
 
মেমোরি ডিজাইন হায়ারার্কি 
- স্টোরেজ হায়ারার্কি বা মেমোরির ধারণক্ষমতার ক্রম Storage Hierarchics কম্পিউটারে বিভিন্ন রকমের মেমোরি ব্যবহার করা হয়।
- বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তির মেমোরি ব্যবহার করা হলেও মেমোরি তৈরির সময় তিনটি বিষয় লক্ষ রাখা হয়।
- অ্যাকসেস টাইম: মেমোরি হতে ডেটার রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে। 
- প্রধান মেমোরির টাইম (সময়) বলতে বোঝায় মেমোরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়। 
- অ্যাকসেস সময় যত কম হয়, কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করে।
- গতিই মেমোরি ডিজাইনের প্রধান নিয়ামক।
- মেমোরি ডিজাইন পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions