সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হলো-
A টাইটান
B তিয়ানহে-২
C সেকুইয়া
D ফ্রন্টিয়ার
Solution
Correct Answer: Option D
- ফ্রন্টিয়ার হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ এর তৈরি একটি সুপারকম্পিউটার।
- এটি ২০২২ সালের জুনে উদ্বোধন করা হয়।
- এটি প্রতি সেকেন্ডে ১.১০২ এক্সা ফ্লপস গতি প্রদান করে।
- এটি বিশ্বের প্রথম এক্সাস্কেল সুপারকম্পিউটার।