Solution
Correct Answer: Option A
- ডিজিটাইজার হচ্ছে এক ধরনর ইনপুট ডিভাইস।
- অনেক ক্ষেত্রে একে গ্রাফিক্স ট্যাবলেটও বলা হয়।
- এটি আয়তাকার একটি বোর্ড যা সরাসরি সিস্টেম ইউনিটের সাথে যুক্ত থাকে।
- ডিজিটাইজার বোর্ডের সাথে একটি বিশেষ ধরনের কলম বা স্টাইলাস ব্যবহার করা হয়।
- স্টাইলাস দিয়ে যদি ডিজিটাইজার বোর্ডে কোনো কিছু লেখা বা আঁকা হয়, তবে তা মনিটরে দেখা যায়।
- আবার বোর্ডের ওপর ড্রয়িংকৃত কাগজ রেখে স্টাইলাস দ্বারা এই কাগজে ড্রয়িং বস্তুর ওপর ঘোরালে মনিটর দেখা যায়।
- এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদির প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।