Solution
Correct Answer: Option C
✔ বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক (ডিজিট) ব্যবহার করে সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
✔ কম্পিউটারে সংখ্যা পদ্ধতিকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. বাইনারি,
২. ডেসিমাল,
৩. অক্টাল এবং
৪. হেক্সাডেসিমাল
✔ 0 হতে 9 পর্যন্ত দশটি মৌলিক চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
✔ দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10।