Solution
Correct Answer: Option A
- কম্পিউটারের ক্লক স্পিডের সাথে সম্পর্কযুক্ত একটি পরিমাপের একক কিংবা কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) কত দ্রুত চলে তার একটি পরিমাপ হলো গিগাহার্টজ।
- হার্জ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পাঙ্কের এস আই একক।
- একে পড়া হয় ১ সাইকেল প্রতি সেকেন্ড।
- এর একটি অন্যতম সাধারণ ব্যবহার হল সাইন তরঙ্গ, রেডিও এবং যদিও ক্ষেত্রে, সঙ্গীতের কম্পাংক হিসেবে।
- এককটির নামকরণ করা হয়েছে হেনরিক হার্টজ এর সম্মানে।
- তিনিই প্রথম তাড়িৎচৌম্বক তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন।
- গিগাহার্টজের জন্য সংক্ষিপ্ত রূপ হলো GHz।