MS Word এর কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
Solution
Correct Answer: Option A
- MS Word-এ প্রিন্ট কমান্ডটি File মেনুর অধীনে থাকে।
- যখন আপনি MS Word-এ কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান, তখন আপনাকে প্রথমে File মেনুতে ক্লিক করতে হয়।
- সেখানে আপনি Print অপশনটি খুঁজে পাবেন।
- এই অপশনে ক্লিক করার পরেই প্রিন্ট সংক্রান্ত বিভিন্ন সেটিংস যেমন প্রিন্টারের নির্বাচন, কপির সংখ্যা, পৃষ্ঠার বিন্যাস ইত্যাদি নির্ধারণ করার সুযোগ পাবেন এবং তারপর ডকুমেন্টটি প্রিন্ট করতে পারবেন।