বিশ্বের প্রথম ডেস্কটপ হাইব্রিড কম্পিউটিং সিস্টেমের নাম কি?

A TX-O

B HYDAC 2400

C Z3

D Hycomp 250

Solution

Correct Answer: Option D

- হাইব্রিড কম্পিউটার (Hybrid computer) হচ্ছে এনালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটার।
- এটিকে সংকর জাতীয় কম্পিউটারও বলা হয়।
- এসকল কম্পিউটারের ডাটা এনালগ প্রক্রিয়ায় গ্রহণ করে এবং সংগৃহীত সংখ্যায় রুপান্তর করে প্রক্রিয়াকরণের জন্য ডিজিটাল অংশে প্রেরণ করে।
- ১৯৬১ সালে, প্যাকার্ড বেল নামক ব্যক্তি বিশ্বের প্রথম ডেস্কটপ হাইব্রিড কম্পিউটিং সিস্টেম হাইকম্প ২৫০ (Hycomp 250) তৈরি করেন।
- এছাড়া ১৯৬৩ সালে Enterprise Application Integration বা EAI সমন্বিত হাইব্রিড কম্পিউটার হাইডাক ২৪০০ (HYDAC 2400) প্রকাশ করে।
- ১৯৮০ এর দশকে, Marconi Space and Defence Systems Limited তাদের স্টারগ্লো হাইব্রিড কম্পিউটার তৈরি করেছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions