নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

A On-demand self service

B Broad network access

C Limited customization

D Physical ownership of servers

Solution

Correct Answer: Option D

ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরন করে। এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে। থাকে।
-২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
-ক্লাউড কম্পিউটিং এর কয়েকটি বৈশিষ্ট্য: Pay as You Go (ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হয় না। ক্রেতা যা ব্যবহার করবে কেবল তার জন্যই। payment দিতে হবে);
-On-demand self service (ক্রেতা চাহিবা মাত্র সেবা প্রতিষ্ঠান সার্ভিস দিতে পারবে);
-Broad network access (যে কোন স্থান থেকে সেবা গ্রহণ করা যাবে);
-Limited customization (স্বনির্বাচন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions