নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option A
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ চলার সময় বা প্রোগ্রাম নির্বাহের সময় গাণিতিক/যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশের অসংখ্য স্থানে অস্থায়ীভাবে বিভিন্ন উপাত্ত ও নির্দেশ জমা থাকে। তথ্য মজুদের স্থানগুলোকে বলা হয় Register. Register-এ অল্প সময়ের জন্য তথ্য সংরক্ষিত থাকে। ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে Register এর কাজ করার ক্ষমতা খুব দ্রুত। কম্পিউটারে যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে CPU বলে। CPU তৈরিতে Microprocessor দরকার হয়।
CPU তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
Arithmetic Logic Unit (ALU),
Control Unit,
Register.
-এদের মধ্যে ALU গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক (Nerve) বলা হয়।