প্রশ্নঃ-যে 2,850 টাকায় একটি সাইকেল বিক্রি করে বিক্রেতা 14% লাভ করলো ।মুনাফা কমিয়ে 8% করতে চাইলে বিক্রয়মূল্য কত হতো ?
উত্তরঃ-
14% মুনাফায় ,ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =100+14 =114 টাকা
এখন , বিক্রয়মূল্য 114 টাকা হলে ক্রয়মূল্য =100 টাকা
অতএব ,বিক্রয়মূল্য 2,850 টাকা হলে ক্রয়মূল্য (100×2850)/114 =2500 টাকা
অতএব ,8% লাভে বিক্রয়মূল্য =2500 এর 108%
=(2500×108)/100
=2700 টাকা