Piconet কী?

A Wifi Network

B Wide Area Network

C Bluetooth Network

D 5G Network

Solution

Correct Answer: Option C

- ব্লু-টুথ সিস্টেমের মৌলিক উপাদান হলো পিকোনেট (Piconet)।
- ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয় তার নাম পিকোনেট।
- একটি পিকো-নেট এর আওতায় সর্বোচ্চ ৮টি যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে।
- সাধারণত, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ডিভাইস সমূহের মধ্যে তথ্য আদান-প্রদানে এটি বর্তমানে বহুল ব্যবহৃত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions