নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
Solution
Correct Answer: Option B
- https এর সম্পূর্ণ রুপ হল Hyper Text Transfer Protocol Secure.
- আমরা কোন ওয়েব ব্রাউজার ওপেন করে যখন কোন ওয়েবসাইট ভিজিট করি তখন চোখের সামনে ওই ওয়েবসাইটের যা যা তথ্য দেখি তার সবই মূলত Hyper Text.
- সকল ওয়েবসাইটই কোন না কোন সার্ভারে হোস্ট করা থাকে। আর ঐসব ওয়েবসাইটকে আমরা ব্রাউজারের মাধ্যমে দেখে থাকি। তার মানে ওয়েবসাইটকে তার সার্ভার থেকে Transfer হয়ে ব্রাউজারে আসতে হচ্ছে।
- যখন Hyper Text গুলো ওয়েব সার্ভার থেকে আমাদের ব্যবহ্নত ডিভাইসের ব্রাউজারে আসে তখন মাঝখানে অনেক কম্পিউটার সিস্টেম হয়ে আসতে হয়।
- এক্ষেত্রে কিছু নিয়মনীতি মেনে আসতে হয়। যাকে আমরা Protocol বলি।
- সার্ভার থেকে যখন তথ্যগুলো আমাদের ব্রাউজারে আসে তখন সেগুলো আসলে এনক্রিপটেড অবস্থায় থাকে। এরপর আমাদের ব্রাউজারে এসে সেগুলো আবার ডিক্রিপ্ট হয় যার ফলে আমরা মূল তথ্যগুলো দেখতে পাই।
- এটিই হল Secure ব্যবস্থা।
- আবার যখন কোন ব্যবহারকারী https প্রটোকল যুক্ত কোন ওয়েবসাইটে এসে তার কোন তথ্য দেয় (যেমন ধরুন ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার ইত্যাদি) তখন সেটি এনক্রিপ্টেড হয়ে যায়।
- এই এনক্রিপ্টেড তথ্যই বিভিন্ন কম্পিউটার সিস্টেম হয়ে সার্ভারে গিয়ে জমা হয়।
- যদি এনক্রিপ্টেড না থাকতো তাহলে তথ্যগুলো যেসব কম্পিউটার সিস্টেম হয়ে সার্ভারে গিয়ে জমা হচ্ছে ওসব কম্পিউটার সিস্টেমে ওঁত পেতে থাকা হ্যাকাররা সমস্ত তথ্য পেয়ে যেত।
- সার্ভারে তথ্যগুলো পৌঁছার পর আবার ডিক্রিপ্ট হয়ে যায়। ফলে মূল তথ্য সার্ভারে গিয়ে নিরাপদে জমা হয়।