নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?

A FTP

B HTTPS

C TCP

D DNS

Solution

Correct Answer: Option B

- https এর সম্পূর্ণ রুপ হল Hyper Text Transfer Protocol Secure.
- আমরা কোন ওয়েব ব্রাউজার ওপেন করে যখন কোন ওয়েবসাইট ভিজিট করি তখন চোখের সামনে ওই ওয়েবসাইটের যা যা তথ্য দেখি তার সবই মূলত Hyper Text.
- সকল ওয়েবসাইটই কোন না কোন সার্ভারে হোস্ট করা থাকে। আর ঐসব ওয়েবসাইটকে আমরা ব্রাউজারের মাধ্যমে দেখে থাকি। তার মানে ওয়েবসাইটকে তার সার্ভার থেকে Transfer হয়ে ব্রাউজারে আসতে হচ্ছে।
- যখন Hyper Text গুলো ওয়েব সার্ভার থেকে আমাদের ব্যবহ্নত ডিভাইসের ব্রাউজারে আসে তখন মাঝখানে অনেক কম্পিউটার সিস্টেম হয়ে আসতে হয়।
- এক্ষেত্রে কিছু নিয়মনীতি মেনে আসতে হয়। যাকে আমরা Protocol বলি।
- সার্ভার থেকে যখন তথ্যগুলো আমাদের ব্রাউজারে আসে তখন সেগুলো আসলে এনক্রিপটেড অবস্থায় থাকে। এরপর আমাদের ব্রাউজারে এসে সেগুলো আবার ডিক্রিপ্ট হয় যার ফলে আমরা মূল তথ্যগুলো দেখতে পাই।
- এটিই হল Secure ব্যবস্থা।
- আবার যখন কোন ব্যবহারকারী https প্রটোকল যুক্ত কোন ওয়েবসাইটে এসে তার কোন তথ্য দেয় (যেমন ধরুন ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার ইত্যাদি) তখন সেটি এনক্রিপ্টেড হয়ে যায়।
- এই এনক্রিপ্টেড তথ্যই বিভিন্ন কম্পিউটার সিস্টেম হয়ে সার্ভারে গিয়ে জমা হয়।
- যদি এনক্রিপ্টেড না থাকতো তাহলে তথ্যগুলো যেসব কম্পিউটার সিস্টেম হয়ে সার্ভারে গিয়ে জমা হচ্ছে ওসব কম্পিউটার সিস্টেমে ওঁত পেতে থাকা হ্যাকাররা সমস্ত তথ্য পেয়ে যেত।
- সার্ভারে তথ্যগুলো পৌঁছার পর আবার ডিক্রিপ্ট হয়ে যায়। ফলে মূল তথ্য সার্ভারে গিয়ে নিরাপদে জমা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions