নিচের কোনটি Open Source Software?

A Chromium

B Microsoft Windows

C Zoom

D Adobe Photoshop

Solution

Correct Answer: Option A

- ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত।
- সোর্স কোড বলতে কোন প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরীর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা কোড কে বোঝা হয়।
- প্রতিটি সফটওয়্যারের সোর্স কোড থাকে তবে ওপেন সোর্স সফটওয়্যার এর ক্ষেত্রে সোর্স কোডটি উন্মুক্ত থাকে।
- যদি কোন সফটওয়্যারের ওপেন সোর্স লাইসেন্স থাকে তাহলে সেই সফটওয়্যারটিকে যেকোনো ইউজার ফ্রী তে ডাউনলোড করতে পারবে সাথে modify ও করতে পারবে।
- আবার মনে রাখতে হবে সব ফ্রি সফটওয়্যার ওপেনসোর্স সফটওয়্যার না। কিন্তু বেশিরভাগ ওপেনসোর্স সফটওয়্যার ফ্রী।
- তবে বেশকিছু ওপেনসোর্স সফটওয়্যার রয়েছে যারা software service এবং support বাবদ কিছু টাকা নিয়ে থাকে। যেমন রেড হ্যাট অপারেটিং সিস্টেম।

- প্রশ্নে সবগুলো অপশন ভুল ছিল, অর্থ্যা Google Chrome, Microsoft Windows, Zoom, Adobe Photoshop একটাও ওপেন সোর্স প্রজেক্ট না। 
- Chromium একটি ওপেন সোর্স ব্রাউজার যেটি পরিচালিত হয়ে Chromium প্রজেক্ট দ্বারা।
- এখন পর্যন্ত যত ব্রাউজার আছে, Microsoft edge, Google Chrome etc সবাই Chromium ইঞ্জিন বা এর সোর্স কোড ব্যাহবার করে প্রোপাইটরি ব্রাউজার তৈরি করেছে।
- যেগুলো আপনি ইচ্ছা করলে এদের সোর্স কোড ব্যাবহার করতে পারবেন না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions