Solution
Correct Answer: Option A
- ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত।
- সোর্স কোড বলতে কোন প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরীর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা কোড কে বোঝা হয়।
- প্রতিটি সফটওয়্যারের সোর্স কোড থাকে তবে ওপেন সোর্স সফটওয়্যার এর ক্ষেত্রে সোর্স কোডটি উন্মুক্ত থাকে।
- যদি কোন সফটওয়্যারের ওপেন সোর্স লাইসেন্স থাকে তাহলে সেই সফটওয়্যারটিকে যেকোনো ইউজার ফ্রী তে ডাউনলোড করতে পারবে সাথে modify ও করতে পারবে।
- আবার মনে রাখতে হবে সব ফ্রি সফটওয়্যার ওপেনসোর্স সফটওয়্যার না। কিন্তু বেশিরভাগ ওপেনসোর্স সফটওয়্যার ফ্রী।
- তবে বেশকিছু ওপেনসোর্স সফটওয়্যার রয়েছে যারা software service এবং support বাবদ কিছু টাকা নিয়ে থাকে। যেমন রেড হ্যাট অপারেটিং সিস্টেম।
- প্রশ্নে সবগুলো অপশন ভুল ছিল, অর্থ্যা Google Chrome, Microsoft Windows, Zoom, Adobe Photoshop একটাও ওপেন সোর্স প্রজেক্ট না।
- Chromium একটি ওপেন সোর্স ব্রাউজার যেটি পরিচালিত হয়ে Chromium প্রজেক্ট দ্বারা।
- এখন পর্যন্ত যত ব্রাউজার আছে, Microsoft edge, Google Chrome etc সবাই Chromium ইঞ্জিন বা এর সোর্স কোড ব্যাহবার করে প্রোপাইটরি ব্রাউজার তৈরি করেছে।
- যেগুলো আপনি ইচ্ছা করলে এদের সোর্স কোড ব্যাবহার করতে পারবেন না।