যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____বলে।
A Program Virus
B Worms
C Trojan Horse
D Boot Virus
Solution
Correct Answer: Option B
- কম্পিউটার ওয়ার্ম ( Warm) হল একটি স্বাধীন ম্যালওয়্যার কম্পিউটার যা নিজেকে নকল বা কপি করতে পারে যাতে তা অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।
- প্রায়শই এটি ছড়িয়ে পড়ার কাজে কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে এবং অন্য কম্পিউটার নিরাপত্তা ব্যর্থতার সুযোগ নেয়।