এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Solution
Correct Answer: Option D
- SMTP (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) একটি নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহৃত হয় যা একটি সার্ভার এবং অন্যটির মধ্যে পাঠ্য - ভিত্তিক বার্তা বা ইমেল বার্তা প্রেরণ এবং গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
- আপনি যখন কোন ইমেইল কোন মেইল ব্যবহারিকে সেন্ট করেন তখন আপনার ইমেইল টি একটি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে আউটগোয়িং সার্ভারে চলে যায়।
- আপনি জীবনে এক বার হলেও পোস্ট অফিসে চিঠি পোস্ট করেছেন. তার জন্য আপনাকে অবশ্যই পোস্ট অফিসের চিঠির বক্সে চিঠি ফেলতে হয়েছে।আর আপনি চিঠি ফেলার পর পোস্ট অফিসের লোক আপনার চিঠি সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়।
- সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ঠিক এই পোস্ট অফিসদের মত কাজ করে।
- সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল আপনার ইমেইল টি পাওার পর এটি যাচায় করবে যে আপনি আসলে কথায় ইমেইলটি সেন্ট করতে চাইছেন।
- এখানে আপনার ডোমেইন নামের প্রয়োজন পরে।কিন্তু সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ডোমেইন নাম বুঝে না আর এই সময় সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ডোমেইন নাম সিস্টেম এর সাথে যুক্ত হয়।আর ডোমেইন নাম সিস্টেম এর সাথে যুক্ত হতে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ডিএনএস এর সাহায্য নেয়।
- পৃথিবীর প্রতিটা ডোমেইন এর আলাদা আলাদা আইপি এড্রেস থাকে যা দ্বারা নির্দিষ্ট ডোমেইন কে খুজে বের করা হয়।
- আর এই কাজ টি সম্পন্ন করে ডিএনএস সিস্টেম।এবার সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যেহেতু জেনে গেছে ইমেইল টি কোন ডোমেইনে সেন্ট হবে এবং যেহেতু সে ডোমেইন এর সাথে ডিএনএস সিস্টেম এর মাধ্যমে যুক্ত হয়েছে,সেহেতু সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এখন ডিএনএস সিস্টেম কে ব্যাবহার করে ইমেইলটি নির্দিষ্ট সার্ভারে সেন্ট করে দিবে।
- এবং সেই সার্ভার নির্দিষ্ট বেবহারকারির ইমেইল অ্যাকাউন্ট এর ইনবক্সে সেন্ট করে দিবে।