ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে -
Solution
Correct Answer: Option C
- আইপি অ্যাড্রেস (Internet Protocol) একটি সাংখ্যিক লেবেল।
- এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয়।
- Network এর মাধ্যমে প্রতিটি কম্পিউটার যোগাযোগ করার জন্য Internet Protocol (IP) Address ব্যবহৃত হয়।
- এক কথায় বলা যায় IP Address হল একটি Network এর Node বা Host সংযোগ এর Logical Identifier.
- DNS এর পূর্ণরূপ হচ্ছে Domain Name System। DNS Server কে আপনারা একটি ফোন বুক এর মতো চিন্তা করতে পারেন।
- যখন আমরা ব্রাউজারে কোনো এড্রেস লিখে সার্চ দিই তখন সেটি isp থেকে DNS Server এর কাছে যায়।
- তখন DNS Server আমাদের দেওয়া এড্রেসটিকে নির্দিষ্ট একটি আইপিতে রূপান্তর করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়।
- DNS Server এ এড্রেস এর সাথে তার নির্দিষ্ট আইপিটি লিখে রাখা থাকে।
- যেমন আমরা আমাদের মোবাইল এর ফোন বুকে নম্বর এর সাথে তার নামটি লিখে সেভ করে থাকি।
- যাতে করে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়। সেজন্য DNS Server কে একটি ফোন বুক এর মতো কল্পনা করা যায়।
- DNS এর কাজ হল Hostname নামকে IP address -এ রুপান্তর করা। যেমনঃ myexaminer.net এটা হলে Hostname. সার্ভার কিন্তু এটাকে চিনে না। এর আইপি এড্রেস হল 85.187.128.33। সার্ভার এটাকে চিনে। আপনারা যখন ইন্টানেটে প্রবেশ করেন myexaminer.net দিয়ে এটা DNS Server -এ যায়, ঐখানে থেকে 85.187.128.33 সংগ্রহ করে, তারপর 85.187.128.33 নামের সার্ভারে যায়।
- পৃথিবীতে হাজার হাজার DNS Server আছে, যারা প্রত্যেকটি একে অপরের সাথে sync হয়। অর্থ্যাৎ প্রত্যেকটি DNS Server এর তথ্য একই।