ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে -

A FTP Server

B Firewall

C DNS Server

D Gateway

Solution

Correct Answer: Option C

- আইপি অ্যাড্রেস (Internet Protocol) একটি সাংখ্যিক লেবেল।
- এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয়।
- Network এর মাধ্যমে প্রতিটি কম্পিউটার যোগাযোগ করার জন্য Internet Protocol (IP) Address ব্যবহৃত হয়।
- এক কথায় বলা যায় IP Address হল একটি Network এর Node বা Host সংযোগ এর Logical Identifier.

- DNS এর পূর্ণরূপ হচ্ছে Domain Name System। DNS Server কে আপনারা একটি ফোন বুক এর মতো চিন্তা করতে পারেন।
- যখন আমরা ব্রাউজারে কোনো এড্রেস লিখে সার্চ দিই তখন সেটি isp থেকে DNS Server এর কাছে যায়।
- তখন DNS Server আমাদের দেওয়া এড্রেসটিকে নির্দিষ্ট একটি আইপিতে রূপান্তর করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়।
- DNS Server এ এড্রেস এর সাথে তার নির্দিষ্ট আইপিটি লিখে রাখা থাকে।
- যেমন আমরা আমাদের মোবাইল এর ফোন বুকে নম্বর এর সাথে তার নামটি লিখে সেভ করে থাকি।
- যাতে করে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়। সেজন্য DNS Server কে একটি ফোন বুক এর মতো কল্পনা করা যায়।

- DNS এর কাজ হল Hostname  নামকে IP address -এ রুপান্তর করা। যেমনঃ myexaminer.net এটা হলে Hostname. সার্ভার কিন্তু এটাকে চিনে না। এর আইপি এড্রেস হল 85.187.128.33। সার্ভার এটাকে চিনে। আপনারা যখন ইন্টানেটে প্রবেশ করেন myexaminer.net দিয়ে এটা DNS Server -এ যায়, ঐখানে থেকে 85.187.128.33 সংগ্রহ করে, তারপর  85.187.128.33 নামের সার্ভারে যায়। 

- পৃথিবীতে হাজার হাজার DNS Server আছে, যারা প্রত্যেকটি একে অপরের সাথে sync হয়। অর্থ্যাৎ প্রত্যেকটি DNS Server এর তথ্য একই। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions