নিচের কোনটি Structured Query Language নয়?

A Java

B MySQL

C Oracle

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

- এসকিউএল বা স্ট্রাকচার্ড কুয়েরি ভাষা হলো ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কুয়েরি ভাষা।
- এসকিউএল ব্যবহার করে ডাটাবেস তৈরি, ডাটাবেসের তথ্য হালনাগাদ, নতুন তথ্য সংযোজন, তথ্য বিয়োজন ইত্যাদি করা যায়।
- এটা অর্থ হল MySQL, Oracle হলে ডাটাবেজ সফটওয়্যার, এইগুলো ব্যবস্থাপনায় এই SQL ব্যাবহার করা হয়। 

- জাভা একটি প্রোগ্রামিং ভাষা।
- সান মাইক্রোসিস্টেম ৯০এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়।
- জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা (portability), নিরাপত্তা, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট।

- MySQL, Oracle সফটওয়্যার তৈরিতে জাভা ব্যাবহার করা হয়েছে।
- আর MySQL, Oracle এই সফটওয়্যারের মধ্যে ডাটাবেস তৈরি, ডাটাবেসের তথ্য হালনাগাদ, নতুন তথ্য সংযোজন, তথ্য বিয়োজন জন্য SQL ব্যাবহার করা হয়েছে. 

পৃথিবীতে Structured Query Language বা SQL শুধু একটা যেটা আবিস্কার করে আইবিএম ৭০ দশকে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions