Solution
Correct Answer: Option A
- মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় 13টি অনুভূমিক ডোরা (stripes) রয়েছে।
- এই ডোরাগুলো পর্যায়ক্রমে লাল এবং সাদা রঙের।
- এই 13টি ডোরা মূলত আমেরিকার প্রতিষ্ঠাকালীন 13টি উপনিবেশকে প্রতিনিধিত্ব করে যারা গ্রেট ব্রিটেনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা লাভ করেছিল এবং একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র গঠন করেছিল।