Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ?

A টেক্সট

B নাম্বার

C কারেন্সি

D মেমো

Solution

Correct Answer: Option D

-Memo, Text এর পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এ ফিল্ড ব্যবহার করা হয়। এ ফিল্ডের ধারণ ক্ষমতা কম্পিউটার ডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে।
-সাধারণত এ ফিল্ডে ৬৫,৫৩৬টি ক্যারেক্টর লেখা যায়। সাধারণত Remark, Address ফিল্ডে এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions