Solution
Correct Answer: Option C
- ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (International Business Machines Corporation) বা IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৯১১ সালে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে এ কোম্পানির যাত্রা শুরু হয়, ১৯২৪ সালে যার নাম দেওয়া হয় "ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস"।
- ৬০/৭০ এর দশকে IBM মেশিনগুলো নীল রঙের ছিল, এই কারণে বিগ ব্লু কোম্পানি বলা হত।