Solution
Correct Answer: Option C
- ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- সাধারণত বিল গেটসকে সবাই প্রতিষ্ঠাতা হিসেবে জানলেও পল অ্যালেন ছিলেন এই টেক জায়ান্টের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা।
- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত।
- MS-DOS (Microsoft Disk Operating System) ছিল এই কোম্পানির প্রথম বড় সাফল্য যা পার্সোনাল কম্পিউটিংয়ে বিপ্লব ঘটায়।
- বর্তমানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন সত্য নাদেলা।
- মাইক্রোসফট তাদের ক্লাউড স্টোরেজ সেবা হিসেবে OneDrive এবং ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে Azure পরিচালনা করে।
- এছাড়াও প্রতিষ্ঠানটির নিজস্ব সার্চ ইঞ্জিনের নাম Bing।