Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
Google-এর প্রধান প্রতিষ্ঠাতার নাম কি?

A অ্যান্ডি রুবিন

B ল্যারি পেইজ

C সুন্দর পিচাই

D এরিক শমিট

Solution

Correct Answer: Option B

• ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
• এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ।
• গুগলের মূলমন্ত্র হল "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"।
• গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হল 'Don't be evil'।
• গুগলের প্রকৃত নাম- Back Rub.
• কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল অর্থাৎ ইমেইল সেবা, গুগল ড্রাইভ, ডকস, অফিস সুইট এবং গুগল প্লাস নামক সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে।
• গুগলের পণ্যেও ব্যবহার হয় যেমন- গুগল ক্রোম (google chrome) হিসেবে ওয়েব ব্রাউজার, পিকাসা (picasa) নামক ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার এবং গুগল টক হিসেবে ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন প্রভৃতি।
• গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড।
• অ্যান্ড্রয়েডের আবিষ্কারক- অ্যান্ডি রুবিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions