অনলাইন মিটিং এ প্লাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা কে?
Solution
Correct Answer: Option D
- অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুম (Zoom) অ্যাপটির প্রতিষ্ঠাতা হলেন এরিক ইউয়ান (Eric Yuan)।
- তিনি জুম ভিডিও কমিউনিকেশনস (Zoom Video Communications) এর চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং প্রতিষ্ঠাতা।
- ২০১১ সালে তিনি সিসকো ছেড়ে জুম ভিডিও কমিউনিকেশনস (Zoom Video Communications) প্রতিষ্ঠা করেন।