কোনটি Graphical User Interface Operating System নয়?
Solution
Correct Answer: Option B
- ডস (Disk Operating System) সর্বপ্রথম ব্যবহার করে IBM কম্পিউটার।
- এটি IMB কম্পিউটার কর্তৃক ব্যবহৃত প্রথম অপারেটিং সিস্টেম।
- ডস এ DOS কমান্ড লাইন অথবা টেক্সট বেইসড ইন্টারফেস ব্যবহার করা হয়।
- যার মানে হল ইউজারকে কিছু সহজ টেক্সট নির্দেশনা টাইপ করতে হয় যেমন pwd (print working directory), cd (change directory)।
- সহজ কথায় এই অপারেটিং সিস্টেম কমান্ড বেইজড।
Windows হল GUI (Graphical User Interface).