Microsoft Excel এ প্রথম সেলটিতে যেতে কোন কমান্ড ব্যবহার করতে হয়?
A Ctrl + 1
B Ctrl + A
C Ctrl + End
D Ctrl + Home
Solution
Correct Answer: Option D
Microsoft Excel এর কিছু শর্টকাট:
Ctrl + 1 : ফরম্যাট সেলস (Format Cells) ডায়ালগ বক্স খোলে।
Ctrl + A : পুরো ওয়ার্কশীট (Worksheet) নির্বাচন করে।
Ctrl + End : ওয়ার্কশীটের ব্যবহৃত শেষ সেলটিতে যায়।
Ctrl + Home : ওয়ার্কশীটের প্রথম সেলটিতে (A1) যায়।