নির্বাচিত সারি লুকানোর জন্যে এক্সেলে কোন শর্টকাট ব্যবহার করা হয়?
A Ctrl + 1
B Ctrl + 5
C Ctrl + 9
D Ctrl + 0
Solution
Correct Answer: Option C
Microsoft Excel এর কিছু শর্টকাট:
Ctrl + 1 : ফরম্যাট সেলস (Format Cells) ডায়ালগ বক্স খোলে।
Ctrl + 5 : নির্বাচিত টেক্সটের উপর স্ট্রাইকথ্রু (Strikethrough) যোগ করে।
Ctrl + 9 : নির্বাচিত সারি (Row) লুকায় (Hide)।
Ctrl + 0 : নির্বাচিত কলাম (Column) লুকায় (Hide)।