Powerpoint এ নতুন স্লাইড যোগ করার জন্যে কমান্ড কোনটি?
A Ctrl + M
B Ctrl + D
C F5
D Esc
Solution
Correct Answer: Option A
Microsoft Powerpoint এর কিছু শর্টকাট:
Ctrl + M : নতুন স্লাইড (New Slide) যোগ করে।
Ctrl + D : নির্বাচিত স্লাইড বা বস্তুর প্রতিলিপি (Duplicate) তৈরি করে।
F5 : প্রথম স্লাইড থেকে স্লাইড শো (Slide Show) শুরু করে।
Esc : স্লাইড শো বন্ধ করে।