Solution
Correct Answer: Option C
- ইন্টারনেট হচ্ছে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক।
- সারা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’-এর ধারণায় ধাবিত করছে ইন্টারনেট।
- 'ARPANET' দিয়ে ইন্টারনেট দিয়ে কার্যক্রম শুরু হয়।
- 'ARPANET' এর পূর্ণরূপ হচ্ছে 'Advanced Research Projects Agency Network'.
- 'ARPANET' এর প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর Advanced Research Projects Agency Network (ARPANET) নামে চালু করে।