Solution
Correct Answer: Option B
- এই বাক্যে "better" শব্দটি "know" verb-টিকে modify করছে, অর্থাৎ verb-টি কীভাবে বা কী পরিমাণে ঘটছে তা বোঝাচ্ছে।
- যে word কোনো verb, adjective বা অন্য adverb-কে modify করে তাকে adverb বলে।
- এখানে বক্তা বোঝাচ্ছেন যে তিনি তাকে আরও ভালোভাবে চেনেন। তাই "better" এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।