In which year did Shamsuddin Ilyas Shah successfully unite both Bengals by seizing Sonargaon?
Solution
Correct Answer: Option C
বাংলাপিডিয়া অনুসারে, শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁও দখল করেন। তিনি ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও অধিকার করেন এবং এভাবে বাংলার তিনটি প্রদেশ—সোনারগাঁও, লখনৌতি ও সাতগাঁও—একত্রিত করে সমগ্র বাংলার অধিপতি হন। এই বিজয়ের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং "শাহ-ই-বাঙ্গালাহ", "শাহ-ই-বাঙ্গালিয়ান" ও "সুলতান-ই-বাঙ্গালাহ" উপাধিতে ভূষিত হন।
সোনারগাঁও বিজয়ের পর তিনি বাংলার বিভিন্ন অঞ্চলের জনগণকে 'বাঙালি' নামে অভিহিত করেন এবং নিজেকে বাঙালিদের জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই কারণে তাকে মধ্যযুগীয় বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়।
উল্লেখ্য যে, ইলিয়াস শাহের সাম্রাজ্য আসাম থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল, যা তার পুত্র সিকান্দার শাহের রাজত্বের প্রথম বছরে কামরূপের টাকশালে উৎকীর্ণ একটি মুদ্রা থেকে প্রমাণিত হয়।