Who was responsible for driving the Magh (Arakanese) and Portuguese pirates out of Chittagong?
Solution
Correct Answer: Option A
শায়েস্তা খান ছিলেন সেই মুঘল সুবাদার যিনি চট্টগ্রাম থেকে মগ (আরাকানি) এবং পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করেছিলেন। ১৬৬৬ সালে তিনি চট্টগ্রাম অভিযান পরিচালনা করেন এবং আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ থেকে এই অঞ্চলকে মুক্ত করেন। শায়েস্তা খানের এই সামরিক সাফল্য বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর ফলে দীর্ঘদিন ধরে চলা জলদস্যুতা বন্ধ হয় এবং চট্টগ্রাম বন্দর পুনরায় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উন্নতি লাভ করে।