What were 2nd generation computers primarily constructed with?
Solution
Correct Answer: Option B
দ্বিতীয় প্রজন্ম (Second Generation):
- 1950-এর দশকের মাঝামাঝি থেকে 1960-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই প্রজন্মের কম্পিউটারগুলো তৈরি হয়।
- এই সময় ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়।
- ট্রানজিস্টরগুলো ভ্যাকুয়াম টিউবের তুলনায় অনেক ছোট, দ্রুত, কম বিদ্যুৎ খরচকারী এবং অধিক নির্ভরযোগ্য ছিল।
- এর ফলে কম্পিউটারের আকার ছোট হয়, কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ কমে আসে।