What are primary keys called when a data table includes more than one?
Solution
Correct Answer: Option B
- যখন একটি ডেটা টেবিলে একাধিক কলাম মিলে একটি প্রাইমারি কি (Primary Key) তৈরি করে, তখন তাকে B) কম্পোজিট প্রাইমারি কি (Composite Primary Key) বলা হয়।
- যখন দুটি বা ততোধিক কলাম একত্রিত হয়ে একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে, তখন সেই কলামগুলোর সেটকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়।
- এক্ষেত্রে, প্রতিটি কলামের আলাদাভাবে অনন্য হওয়ার প্রয়োজন নেই, কিন্তু তাদের সম্মিলিত মান অবশ্যই অনন্য হতে হবে।