বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করতে যাচ্ছে কোন দেশ.....
Solution
Correct Answer: Option A
- চীন বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বর্তমান দ্রুততম কম্পিউটার 'ফ্রন্টিয়ার'-কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
- চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি (NUDT) এই নতুন প্রজন্মের সুপার কম্পিউটারটি তৈরি করছে, যার নাম হতে পারে 'তিয়ানহে-৩' (Tianhe-3)।
- এই কম্পিউটারটি এক্সাস্কেল (Exascale) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা প্রতি সেকেন্ডে কুইন্টিলিয়ন (a billion billion) গণনা সম্পাদন করতে সক্ষম।
- যদিও জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও সুপার কম্পিউটারের দৌড়ে রয়েছে, তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী চীন এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে আছে।