Solution
Correct Answer: Option B
- টাইপরাইটারে কালিযুক্ত ফিতা বা রিবন ব্যবহার করা হয়, যা লেখার ছাপ কাগজে ফুটিয়ে তোলে।
- টাইপরাইটারের কী বা বাটনগুলোতে চাপ দিলে তা রিবনের ওপর আঘাত করে এবং রিবনের কালির ছাপ কাগজে অক্ষরের আকৃতি তৈরি করে।
- আধুনিক প্রিন্টারের মধ্যে ডটকে মেট্রিক্স প্রিন্টারেও রিবনের ব্যবহার দেখা যায়।
- তবে কী-বোর্ড, লেজার প্রিন্টার কিংবা প্লটারে সাধারণত এই ধরনের কালির রিবন ব্যবহৃত হয় না।